Wednesday, January 4, 2023

বিদ্যালয়ে নতুন বই দেয়ার আগের রাতে আগুন, থানায় অভিযোগ দায়ের

চার কক্ষের টিনশেড বিদ্যালয়ের দুটি কক্ষ পুড়ে গেছে। রোববার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে।

শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে মনে করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অফিসকক্ষের দাপ্তরিক সব নথি, আসবাব, শেখ রাসেল কর্নারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুড়ে গেছে।

প্রধান শিক্ষক আবু তাহের মোঃ ওবায়দুল ইসলাম সোমবার দুপুরে আজকের পএিকাকে বলেন, ‘রোববার সকালে গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম তাকে জানান, আগুনে বিদ্যালয়ের কক্ষ পুড়ে গেছে। পরে বিদ্যালয়ে  গিয়ে দেখি, অফিস কক্ষ এবং প্রাক্‌-প্রাথমিক শ্রেণিকক্ষের সব কাগজ শিক্ষা উপকরণ পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ কাগজের মধ্যে পুড়েছে শিক্ষক নিয়োগপত্র, শিক্ষার্থীদের পাসের সনদ, বিদ্যালয় জাতীয়করণের নথি বিদ্যালয়ের জমির দলিল।কে বা কারা আগুন দিয়েছে, তা বুঝতে পারছেন না জানিয়ে আবু তাহের মোঃ ওবায়দুল ইসলাম আরো বলেন, ‘বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এলাকার কয়েকজনের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে।

এ বিষয়ে গত ২০১৮ সালে একটি মামলা হয়েছে। গতকাল রোববার বিকেলে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

বিষয়টি উপজেলা শিক্ষা দপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কে (ইউএনও) মুঠোফোনে জানানো হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল ওয়াকিল বিদ্যালয়ের পুড়ে যাওয়া টিনের ঘর পরিদর্শন করেছেন। পরে শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ৫২জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে ডেকে এনে তাদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন তিনি।

বিষয়ে ইউএনও পরিমল কুমার সরকার আজকের পএিকাকে বলেন, ‘রোববার সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে মোবাইল ফোনে আমাকে জানায়। আমি প্রধান শিক্ষক আবু তাহের মোঃ ওবায়দুল ইসলাম কে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পএিকাকে বলেন, অভিযোগ ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


শেয়ার করুন