Wednesday, January 4, 2023

ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিযয়ক কর্মশলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর সিভিল সার্জন বিরামপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে ৪ জানুয়ারি বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিযয়ক কর্মশলা অনুষ্ঠিত  হয়েছে।



উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে কর্মশলা উপস্থিত ছিলেন, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়ার স্বাস্থ্য, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক  তাজুল ইসলাম, চিকিৎসক মনিরা পারভিন, শাহরিয়ার পারভেজ সজল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিনাইলইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী,কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও  সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেহ প্রমুখ।

ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিযয়ক কর্মশলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে ও দিনাজপুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এ চিকিৎসক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।


শেয়ার করুন