Thursday, December 29, 2022

টুইটারে ব্লু টিকধারী গ্রাহকদের জন্য নতুন সুবিধা

এবার ব্লু টিকধারী গ্রাহকদের জন্য নতুন সুবিধা আনল টুইটার। এখন থেকে গ্রাহকরা টুইটারের ওয়েবে ৬০  মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। সম্প্রতি ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ২ গিগাবাইট আকারের এই ভিডিও আপলোডের সুবিধা চালুর ঘোষণা দেয় টুইটার।

এর আগে ব্লু টিকধারী টুইটার গ্রাহকেরা এতে ১০ মিনিট দৈর্ঘ্যের ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ৫১২ মেগাবাইট আকারের ভিডিও আপ করতে পারতেন। তবে ডেস্কটপ ছাড়া আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে যারা ভিডিও দেবেন, তাঁরা নতুন সুবিধা পাবেন না। 

তবে যেসব গ্রহক টুইটারের ব্লু সাবস্ক্রাইবার নন, তারা আগের মতো ৪ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাবেন।

এ প্রসঙ্গে টুইটার বলেছে, দীর্ঘ ভিডিও আপলোডের সুবিধা চালুর পাশাপাশি গ্রাহকেরা কোনো পোস্টে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনার পেইড অ্যাকাউন্ট থেকে করা রিপ্লাইটি অন্যান্য রিপ্লাই থেকে আগে দেখাবে।

শেয়ার করুন