Saturday, August 6, 2022

রাজবাড়ীতে জেলের জাল ধরা পড়ল ১৮ কেজির বাগাড়


 রাজবাড়ীর দৌলতদিয়ার বাহিরচর এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে জাফরগঞ্জের জেলে মদন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

 


জেলে মদন হালদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোনও মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। সকাল ১০টার দিকে বাড়ি ফেরার সময় জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি বেলা ১১টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়ত ঘরে আনলে ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ এক হাজার ৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, বেলা ১১টার দুলাল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৮ কেজির বাগাড় মাছটি আমি এক হাজার ৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নিই। মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি।


শেয়ার করুন